কোয়ান্টাদের ক্রীড়ায় সাফল্য

১৭ এপ্রিল ২০১৮

তৃণমূল কাপ জিমন্যাস্টিকস বিকেএসপি-২০১৮

বিকেএসপি তৃণমূল কাপ জিমন্যাষ্টিকস প্রতিযোগিতা-২০১৮ এ অংশগ্রহণ করে ৯টি স্বর্ণ, ৭টি রৌপ্য, ৮টি ব্রোঞ্জসহ মোট ২৪টি পদক অর্জন করেছে কোয়ান্টারা। গত ৩ এপ্রিল ২০১৮ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-এর জিমন্যাস্টিকস হলে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

৪৭ তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮

২১-২৫ মার্চ, ২০১৮ বরিশালে অনুষ্ঠিত ৪৭ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা। এতে জাতীয় পর্যায়ে টেবিল টেনিস ইভেন্টের দ্বৈতে পরপর তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে কোয়ান্টাম কসমো স্কুলের কোয়ান্টারা। এবার ভলিবলেও প্রথমবারের মতো জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। এছাড়া অ্যাথলেটিকসের ৮টি ইভেন্টে ১ম স্থান সহ মোট ১২টি পদক অর্জন করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় এটি এখন পর্যন্ত কোন প্রতিষ্ঠানের সর্বোচ্চ অর্জন।

প্রথম বাংলাদেশ যুব গেমস-২০১৮

৯-১৫ মার্চ, ২০১৮ ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ যুব গেমস। এ আয়োজনে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের কোয়ান্টারা হ্যান্ডবল ও কাবাডি ইভেন্টে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষে অংশগ্রহণ করে তারা এই সাফল্য অর্জন করেছে।হ্যান্ডবল ইভেন্টে চট্টগ্রাম বিভাগের পক্ষে অংশগ্রহণ করে ৮ জন কোয়ান্টা। ১১ মার্চ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হ্যান্ডবল প্রতিযোগিতায় গ্রুপ পর্বে কোয়ান্টারা বরিশাল বিভাগকে ২৯-৯ গোলে এবং রাজশাহী বিভাগকে ২৫-৬ গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। ১২ মার্চ সেমিফাইনালে ১৯-৭ গোলে ঢাকা বিভাগকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। এরপর ১৪ মার্চ বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কোয়ান্টারা ২৬-৮ গোলের বড় ব্যবধানে ময়মনসিংহ বিভাগকে পরাজিত প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জাতীয় কাবাডি মাঠে । কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৫ জন কোয়ান্টা নিয়ে তৈরি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাবাডি দলটি অনবদ্য নৈপুণ্য প্রদর্শন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপ পর্বে রাজশাহী বিভাগকে ৩৩-২৯ পয়েন্টে, বরিশাল বিভাগকে ৪৩-৩৬ পয়েন্টে এবং ময়মনসিংহ বিভাগকে ৪৮-৭ পয়েন্টে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উন্নীত হয় কোয়ান্টারা। ১৪ মার্চ অনুষ্ঠিত সেমিফাইনালে ঢাকা বিভাগকে ৫২-১৩ পয়েন্টে বড় ব্যবধানে ও ফাইনালে অপেক্ষাকৃত শক্তিশালী সিলেট বিভাগকে ৩০-২৭ পয়েন্টে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।আরচ্যারীতে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষে অংশ নেয় দুজন কোয়ান্টা। তারা দলগত বিভাগে রৌপ্য এবং এককে ১০ম শ্রেণীর কোয়ান্টা তালহা জুবায়ের তানভির ব্রোঞ্জ পদক অর্জন করে। অ্যাথলেটিকসের ৪০০ মি. স্প্রিন্টে কোয়ান্টা মো. জুবাইল ইসলাম রৌপ্য পদক অর্জন করে। এখানে ভলিবল ইভেন্টে চট্টগ্রাম বিভাগের পক্ষে তিনজন কোয়ান্টা অংশগ্রহণ করে রৌপ্য পদক অর্জন করে।এছাড়া টেবিল টেনিসের দলগত বিভাগে কোয়ান্টারা তৃতীয় স্থান অর্জন করে। এবারই প্রথমবারের মতো কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের মেয়ে কোয়ান্টারা অংশ নেয় টেবিল টেনিসের বালিকা বিভাগে। টেবিল টেনিস ইভেন্টের সকল খেলোয়াড়ই ছিলো কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের কোয়ান্টা।