কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের ক্রীড়াবিদরা আরো একবার আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মুখ উজ্জ্বল করল। ১-৩ জুন ২০১৯ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয় ১৬তম সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ ২০১৯। এতে অংশ নেন আটটি দেশের জিমন্যাস্টরা। বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অবতীর্ণ নয় জন জিমন্যাস্টের মধ্যে ছয় জনই ছিলেন কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। প্রতিযোগিতায় বাংলাদেশ দল মোট ২৫টি পদক (১৩টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ) অর্জন করে। ২৫টি পদকের ২১টিই লাভ করে কৃতী কোয়ান্টারা। এর ৯টি স্বর্ণপদক, ৫টি রৌপ্যপদক ও ৭টি ব্রোঞ্জপদক। ১০-১১ বছর বয়সীদের গ্রুপে ফ্লোর, অল-অ্যারাউন্ড ও প্যারালাল বার্স ইভেন্টে কোয়ান্টারা সোনা জেতে। আর ১২-১৪ বছর বয়সীদের গ্রুপে ফ্লোর, প্যারালাল বার্স, রিং, পমেল হর্স ও অল-অ্যারাউন্ড ইভেন্টে কোয়ান্টারা সোনা জেতে।