জাতীয় শিশু-কিশোর সমাবেশ-২০১৯ এর কুচকাওয়াজে টানা পঞ্চমবারের মতো প্রথম হওয়ার বিরল গৌরব অর্জন করল বান্দরবানের লামাস্থ কোয়ান্টাম কসমো স্কুল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এই সমাবেশে ২০১৫ সালে কোয়ান্টারা প্রথমবারের মতো অংশ নিয়েই প্রথম হয়েছিল। সুপরিকল্পিত অনুশীলন ও সুস্পষ্ট মনছবির ফলে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালেও তারা সাফল্যের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়।
জাতীয় শিশু-কিশোর সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮টায় তিনি অভিবাদন মঞ্চে আসার পর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর তিনি সালাম গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন।
প্যারেডে কোয়ান্টাম কসমো স্কুলের পক্ষে অংশ নেয় ৩৩ জন কোয়ান্টার সমন্বয়ে গঠিত চৌকস একটি দল। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারো শিশু-কিশোর সমাবেশের অন্যতম আকর্ষণ ছিল কোয়ান্টাম কসমো স্কুলের ব্যান্ডদল। তাদের আকর্ষণীয় সাজপোশাক ও দক্ষ উপস্থাপনা মুগ্ধ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশিষ্ট অতিথিবর্গ এবং সহস্রাধিক দর্শকদের।
১৬৮ জন কোয়ান্টাকে নিয়ে গঠিত কোয়ান্টাম কসমো স্কুল ব্যান্ডদল পরিবেশিত দেশাত্মবোধক সংগীতগুলো হলো : ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা; সূর্যোদয়ে তুমি/ সূর্যাস্তেও তুমি; পূর্ব দিগন্তে সূর্য উঠেছে; মা গো ভাবনা কেন/ আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে; গ্রামছাড়া ওই রাঙামাটির পথ; চল চল চল!/ ঊর্ধ্ব গগনে বাজে মাদল; আমরা করব জয়; শোন একটি মুজিবরের থেকে/ লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি/ আকাশে বাতাসে ওঠে রণি এবংজয় বাংলা বাংলার জয়।
অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক-এর হাত থেকে পুরস্কার গ্রহণ করে কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা। কুচকাওয়াজে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও সরকারী শিশু পরিবার, তেজগাঁও। এবছর ঢাকাসহ সারাদেশের মোট ৪৮টি স্কুল-কলেজ ও শিশু সংগঠন এই সমাবেশে অংশগ্রহণ করে।