১৭ থেকে ২২ জানুয়ারি ২০২০ কুমিল্লায় অনুষ্ঠিত হয় ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের ইভেন্ট। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ এবারের প্রতিযোগিতায় সার্বিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। জাতীয় পর্যায়ে এবছর কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে ৪৭ জন ক্রীড়াবিদ অংশ নেন ও তারা ৯টি ক্রেস্ট লাভ করেন।
এ্যাথলেট কোয়ান্টারা ১১ টি স্বর্ণপদকসহ ১৭ টি পদক অর্জন করে।
কোয়ান্টা মোশারফ হোসেন ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড়ে স্বর্ণপদক অর্জন করে জাতীয় পর্যায়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ট্রিপল জাম্পে বেবী জালেন নুয়াম বম স্বর্ণপদক লাভ করে।
লিটন সাঁওতাল ১০০ ও ২০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতে জাতীয় পর্যায়ে ব্যক্তিগত রানার আপ হয়। ট্রিপল জাম্প ও উচ্চ লাফে চংইয়া মুরুং, দড়ি লাফে থোয়াইমং চিং মার্মা এবং ৪০০ মিটার দৌড়ে ওয়াইগ্য মার্মা স্বর্ণপদক অর্জন করে।
প্রথম ম্যাচে গোলাপ অঞ্চলের যশোর আদর্শ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে প্রথম সেটে ২২-২৫ পয়েন্টে হেরে যায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। কোয়ান্টাদের জন্যে যা ছিল অপ্রত্যাশিত। কেননা অঞ্চল পর্যায়ে তারা গত বছরের চ্যাম্পিয়ন আম্বরখানা গার্লস হাই স্কুল এ্যান্ড কলেজকে হারিয়ে জাতীয় পর্যায়ে এসেছে।
তবে যে-কোনো জায়গা থেকে ঘুরে দাঁড়ানো যায় তাদের মধ্যে এই সাহস ও বিশ্বাস সঞ্চার করার জন্যে মাঠেই বিশেষ মেডিটেশন পরিচালনা করা হয়। নতুন উদ্যমে কোয়ান্টারা মাঠে নামে। এবং পরপর দুটি সেট জিতে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করে তারা।
দ্বিতীয় ম্যাচে ভিপি উচ্চ বিদ্যালয় (চাঁপা অঞ্চল)-এর বিপক্ষে শ্বাসরুদ্ধকর প্রথম সেটে ২৫-২৩ পয়েন্টে কোয়ান্টারা জয়লাভ করে। কিন্তু দ্বিতীয় সেটে ২২-২৫ পয়েন্টে হেরে যায়। তৃতীয় সেটে মানসিকভাবে উজ্জীবিত প্রতিপক্ষ দল দ্রুত ১৪-৯ ব্যবধানে এগিয়ে যায়। আর এক পয়েন্ট পেলেই তারা জিতে যাবে।
টাইম আউট নিয়ে শেষ চেষ্টা হিসেবে কোয়ান্টারা আবার মেডিটেশন করে এবং একটানা ৭ পয়েন্ট নিয়ে ম্যাচ ম্যাচ জিতে নেয়।
তৃতীয় এবং শেষ ম্যাচে কোয়ান্টারা পদ্ম অঞ্চলের (ঢাকা-ময়মনসিংহ) চ্যাম্পিয়ন বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়।
মাওলানা কসিমউদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয় (চাঁপা অঞ্চল) –এর বিপক্ষে প্রথম সেটে কোয়ান্টারা ২৫-২০ পয়েন্টে জয়লাভ করলেও দ্বিতীয় সেটে ২২-২৫ পয়েন্টে হেরে যায়। তৃতীয় সেট ১৫-১২ পয়েন্টে জিতে কোয়ান্টারা ৩ পয়েন্ট নিশ্চিত করে।
দ্বিতীয় ম্যাচে নওমালা মাধ্যমিক বিদ্যালয় (গোলাপ অঞ্চল)–কে প্রথম সেটে ২৫-৯ ও দ্বিতীয় সেটে ২৫-১৫ পয়েন্টে পরাজিত করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ।
তৃতীয় ম্যাচে পদ্ম অঞ্চলের (ঢাকা-ময়মনসিংহ) চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হয় কোয়ান্টারা। হাড্ডাহাডি প্রতিদ্বন্দ্বিতায় প্রথম সেটে কোয়ান্টারা ১৯-২৫ পয়েন্টে পরাজিত হয়। দ্বিতীয় সেটে ২৫-১১ পয়েন্টে এবং শেষ সেটে ১৫-১১ পয়েন্টে কোয়ান্টারা জয়লাভ করে। পরপর তিনবার ভলিবলে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ।
টেবিল টেনিসে কোয়ান্টাদের সাফল্য নতুন রেকর্ড সৃষ্টি করেছে — জাতীয় পর্যায়ে এক ইভেন্টে ৪ টি ক্রেস্ট অনন্য রেকর্ড। টেবিল টেনিস দ্বৈত (বালিকা) ও এককে (বালক) নতুন চ্যাম্পিয়ন কোয়ান্টাম। পঞ্চম বারের মতো টেবিল টেনিস দ্বৈততে (বালক) চ্যাম্পিয়ন হয়ে কোয়ান্টারা জাতীয় রেকর্ড গড়েছে। আর ২০১৯ সালের ধারাবাহিকতা ধরে রেখে বালিকা এককে কোয়ান্টাম রানার আপ হয়েছে।