টেবিল টেনিস
কোয়ান্টাম কসমো স্কুলের টেবিল টেনিস বিভাগ যাত্রা শুরু করে ২০১২ সালে। সে বছর বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন থেকে প্রেরিত জাতীয় দলের কোচের কাছে শেখার জন্যে ৫০ জন ক্ষুদে কোয়ান্টাকে বাছাই করা হয়। বছরজুড়ে কোয়ান্টাম কসমো স্কুলে স্থাপিত একটি অস্থায়ী মাঠে চলে তাদের প্রশিক্ষণ।
বাংলাদেশে টেবিল টেনিসখেলা প্রবর্তন হয় ১৯৮২ সালে। জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড (বর্তমান জাতীয় ক্রীড়া পরিষদ) এর তৎকালীন সহ-সভাপতি এবং বর্তমানে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি লে. কর্নেল (অব.) এম এ হামিদ ছিলেন এ খেলার উদ্যোক্তা।
যে-সব দেশে এ খেলার প্রচলন রয়েছে, তাদের মধ্যে পোল্যান্ড সাইপ্রাস রোমানিয়া রাশিয়া ইউক্রেন মলদোভা বেলারুশ গ্রিস যুক্তরাজ্য তুরস্ক জর্জিয়া আর্মেনিয়া ও আজারবাইজান উল্লেখযোগ্য। বছরজুড়ে কোয়ান্টাম কসমো স্কুলে স্থাপিত একটি অস্থায়ী মাঠে চলে তাদের প্রশিক্ষণ।
একনজরে কসমো স্কুল টেবিল টেনিস
একনজরে কসমো স্কুল টেবিল টেনিসযাত্রা শুরু :
কোয়ান্টাম কসমো স্কুলের টেবিল টেনিস বিভাগ যাত্রা শুরু করে ২০১২ সালে। সে বছর বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন থেকে প্রেরিত জাতীয় দলের কোচের কাছে শেখার জন্যে ৫০ জন ক্ষুদে কোয়ান্টাকে বাছাই করা হয়। বছরজুড়ে কোয়ান্টাম কসমো স্কুলে স্থাপিত একটি অস্থায়ী মাঠে চলে তাদের প্রশিক্ষণ।
টেবিল টেনিস সদস্য সংখ্যা :
বড় বালক (৩২)
ছোট বালক (১২)
বালিকা (১৪)
বয়সভিত্তিক টেবিল টেনিস প্রতিযোগিতা :
২০১৩ , ২০১৪ ও ২০১৬ সালে বয়সভিত্তিক জাতীয় জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল মোট ৪৮ পদক অর্জন করে । যার মধ্যে ৮ সোনা , ৯ রুপা ও ৭ ব্রোঞ্জ ।
কসমো স্কুলের কয়েকজন চৌকস টেবিল টেনিস্ট :
২০১৪ সালে অনুষ্ঠিত হয় জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। এতে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার হয়ে অংশ নেয় কসমো স্কুলের ১৬টেবিল টেনিস খেলোয়াড়। ৪৫টি জেলার মধ্যে সপ্তম হয় রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা।
৪৭ তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ :
২১-২৫ মার্চ, ২০১৮ বরিশালে অনুষ্ঠিত ৪৭ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা। এতে জাতীয় পর্যায়ে টেবিল টেনিস ইভেন্টের দ্বৈতে পরপর তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে কোয়ান্টাম কসমো স্কুলের কোয়ান্টারা। এবার ভলিবলেও প্রথমবারের মতো জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
টেবিল টেনিস দ্বৈতে অপরাজিত চ্যাম্পিয়ন কোয়ান্টাম কসমো স্কুল :
৪৬ তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার টেবিল টেনিস দ্বৈতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কোয়ান্টাম কসমো স্কুল।২০ জানুয়ারি নিজেদের শেষ ম্যাচে চাপা অঞ্চলের পুলিশ লাইন হাই স্কুল রংপুরকে ৩-০ সেটে পরাজিত করে দলটি। এই সুবাদে পর পর দ্বিতীয়বারের মতো জাতীয় চ্যাম্পিয়ন হলো কোয়ান্টাম কসমো স্কুলের ৭ম শ্রেণির ছাত্র রামহিমলিয়ান বম এবং ৮ম শ্রেণির ছাত্র পাঅং বম জুটি।এবারের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় পদ্ম, গোলাপ এবং চাপা অঞ্চলের সাথে প্রতিটি সেটেই জয়ী হয়েছে কোয়ান্টারা। তারা অর্জন করেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করার বিরল সৌভাগ্য।