অলিম্পিকে সোনা আমরা জিতবই

আমি পারি আমি করবো, আমার জীবন আমিই গড়ব।

বাস্কেট বল

কোয়ান্টাম কসমো স্কুলের ভলিবল বিভাগ যাত্রা শুরু করে ২০১৭ সালে। সে বছর বাংলাদেশ ভলিবল ফেডারেশন থেকে প্রেরিত জাতীয় দলের কোচের কাছে শেখার জন্যে ৩৫ জন ক্ষুদে কোয়ান্টাকে বাছাই করা হয়। বছরজুড়ে কোয়ান্টাম কসমো স্কুলে স্থাপিত বাস্কেট বল মাঠে চলে তাদের প্রশিক্ষণ।

যে-সব দেশে এ খেলার প্রচলন রয়েছে, তাদের মধ্যে ব্রাজিল, পোল্যান, সাইপ্রা, রোমানিয়া, রাশিয়া, ইউক্রেন, মলদোভা, বেলারুশ, গ্রিস, যুক্তরাজ্য, তুরস্ক, জর্জিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান উল্লেখযোগ্য।

কোয়ান্টারাও স্বপ্ন দেখে একদিন অলিম্পিকে সোনা জিতবেই।

একনজরে কসমো স্কুল বাস্কেট বল

একনজরে কসমো স্কুল বাস্কেট বল

যাত্রা শুরু :

কোয়ান্টাম কসমো স্কুলে বাস্কেটবল ইভেন্টটি ২০১৭ সাল থেকে যাত্রা শুরু করে ।

বাস্কেট বল সদস্য সংখ্যা :

বড় বালক (২৫)
ছোট বালক (৪১)
বালিকা (৩২)

সাফল্য অর্জনে কোয়ান্টারা :

আমরাপারি বাস্কেটবল প্রতিষ্ঠার পর থেকে বাস্কেটবল কোয়ান্টারা পরিশ্রম করে যাচ্ছে। আশা করা যায় আগামীতে তারা সাফল্য অর্জন করে দেখাবে।

ছবি

ছবি

আমরা পারি বাস্কেট বল কোয়ান্টাদের বিভিন্ন সময়ে তোলা কিছু ছবি।

বাস্কেটবল

বাস্কেটবল

বাস্কেটবল

যোগাযোগ করুন


ঠিকানা :

সরই , লামা বান্দারবান - 3274

ই-মেইল:

cosmoschool@quantummethod.org.bd

ফোন :

013-13-48-6530



Loading
Your message has been sent. Thank you!