অলিম্পিকে সোনা আমরা জিতবই

আমি পারি আমি করবো, আমার জীবন আমিই গড়ব।

প্যারেড

জাতীয় শিশু কিশোর সমাবেশের কুচকাওয়াজে আবারো প্রথম হয়েছে কোয়ান্টারা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ, ২০১৬ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এ কুচকাওয়াজে এবার দ্বিতীয়বারের মতো অংশ নেয় কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা এবং প্রথমবারের মতোই অসাধারণ কুচকাওয়াজ নৈপুণ্য দিয়ে বিস্ময় বিমুগ্ধ করে মাঠে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রীসহ হাজার হাজার দর্শক-শ্রোতাকে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৫২ টি সংগঠনের শিশুকিশোরের এ প্রতিযোগিতায় প্রথম হওয়া কোয়ান্টাম কসমো স্কুলের প্যারেড দলে এবার ছিল প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির মোট ৭০ জন কোয়ান্টা। বাদকদলে ছিল ৫৯ জন কোয়ান্টা। গতবারের মতো এবারো আনসার ও ভিডিপি-র পেশাজীবী বাদক ও বিউগ্লারদের বাইরে কোয়ান্টাম কসমো স্কুলের বাদকদলই ছিল একমাত্র দল যারা বেসরকারিভাবে কোনো স্কুলের উদ্যোগে গঠিত ও পরিচালিত। প্রতিযোগিতায় না থাকলেও সুসজ্জিত এই ব্যান্ডদলের মাঠ প্রদক্ষিণের প্রায় তিন মিনিটব্যাপী পরিবেশনাটি মন্ত্রমুগ্ধ হয়ে দেখেন দর্শকরা।

একনজরে কসমো স্কুল প্যারেড

একনজরে কসমো স্কুল প্যারেড

যাত্রা শুরু :

মূলত কোয়ান্টামের শুরুর থেকেই এগুল অব্যবাহত ছিল। প্রত্যেক কোয়ান্টাকে প্যারেডে অংশ নিতে হয়। প্রথম শ্রেণি থেকে পঞ্চম পর্যন্ত প্যারেড করতে হয়। তাছারা কিছু বড় কোয়ান্টারাও প্যারেডের সাথে সংযুক্ত।

প্যারেড সদস্য সংখ্যা :

বড় বালক (৫৭)
ছোট বালক (৪৫)
বালিকা (৪০)

বিভিন্ন স্থানে অংশগ্রহণের বিবরণ:

লামা উপজেলা: লামা উপজেলায় কোয়ান্টাম কসমো স্কুল ছোট দল ও বড় দল প্যারেড ও ডিসপ্লেতে অংশ নেয়। বান্দরবান জেলা: বান্দরবান জেলায় বড় দল, ছোট দল ও ব্যান্ড দল প্যারেডে এবং ডিসপ্লেতে অংশ নেয়। চট্টগ্রাম জেলা: চট্টগ্রাম জেলায় বড় দল ও ছোট দল প্যারেড ও ডিসপ্লেতে অংশ নেয়।

বিভিন্ন স্থানে অংশগ্রহণের বিবরণ:

কোয়ান্টামে আসা যে কোন বিশেষ অতিথিকে মুগ্ধ করতে সব সময় আমরা পারি প্যারেড পারফরম্যান্স দেখানো হয়। তাদের অনন্য সাজপোশাক, আত্মবিশ্বাসী দেহভঙ্গি এবং দৃষ্টিনন্দন পারফরম্যান্স অতিথিদের মুগ্ধ করে।

প্রথমবারের মতো জাতীয় শিশু-কিশোর সমাবেশে :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এই সমাবেশে ২০১৫ সালে কোয়ান্টারা প্রথমবারের মতো অংশ নিয়েই প্রথম হয়েছিল।জাতীয় শিশু-কিশোর সমাবেশ-২০১৯ এর কুচকাওয়াজে টানা পঞ্চমবারের মতো প্রথম হওয়ার বিরল গৌরব অর্জন করল বান্দরবানের লামাস্থ কোয়ান্টাম কসমো স্কুল।সুপরিকল্পিত অনুশীলন ও সুস্পষ্ট মনছবির ফলে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালেও তারা সাফল্যের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়। প্যারেডে কোয়ান্টাম কসমো স্কুলের পক্ষে অংশ নেয় ৩৩ জন কোয়ান্টার সমন্বয়ে গঠিত চৌকস একটি দল। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারো শিশু-কিশোর সমাবেশের অন্যতম আকর্ষণ ছিল কোয়ান্টাম কসমো স্কুলের ব্যান্ডদল। তাদের আকর্ষণীয় সাজপোশাক ও দক্ষ উপস্থাপনা মুগ্ধ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশিষ্ট অতিথিবর্গ এবং সহস্রাধিক দর্শকদের।

ছবি

ছবি

আমরা পারি প্যারেড কোয়ান্টাদের বিভিন্ন সময়ে তোলা কিছু ছবি।

প্যারেড

প্যারেড

প্যারেড

প্যারেড

যোগাযোগ করুন


ঠিকানা :

সরই , লামা বান্দারবান - 3274

ই-মেইল:

cosmoschool@quantummethod.org.bd

ফোন :

013-13-48-6530



Loading
Your message has been sent. Thank you!