আমরা পারি বিজ্ঞান

আমি পারি আমি করবো, আমার জীবন আমিই গড়ব।

আমরাপারি বিজ্ঞান

ধ্যান ও জ্ঞানের অপূর্ব সমন্বয়ে তোমরা বেড়ে উঠছ : ড. এম শমশের আলী

৬ এপ্রিল ২০২২

২৭-৩০ মার্চ চার দিন কোয়ান্টাম ফাউন্ডেশনের লামা সেন্টার সফর করেন দেশবরেণ্য শিক্ষাবিদ, বিজ্ঞানী, ধর্মতাত্ত্বিক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ড. এম শমশের আলী। এসময় তিনি কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে বিজ্ঞান বিষয়ে ৬টি উদ্বুদ্ধকরণ সেশন পরিচালনা করেন।

গণিত ও বিজ্ঞানের বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের বলেন, বিজ্ঞান কোনো নিরস বিষয় নয়। এটি আনন্দ নিয়ে শেখা প্রয়োজন। আর তা তখনই সম্ভব, যখন একজন শিক্ষার্থী শুধু বইয়ের পড়া মুখস্থ করবে না, শুধু 'এ'প্লাস পাওয়ার জন্যে পড়বে

না। পড়াশোনা করবে নতুন কিছু জানার জন্যে বা নতুন কিছু অন্বেষণের জন্যে। তিনি কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বলেন, ‘এদিক থেকে তোমরা এগিয়ে আছো। কারণ তোমরা কোলাহল থেকে মুক্ত হয়ে প্রাকৃতিক আবহে বেড়ে উঠছ। যদি প্রকৃতির দিকে তোমরা ভালোভাবে তাকাতে শেখো, তাহলে প্রকৃতি থেকেই তোমরা আসল শিক্ষা পেয়ে যাবে। যখন তোমরা গাছের দিকে তাকাবে, তখন চিন্তা করবে আলো বাতাস থেকে কীভাবে গাছ খাদ্য সংগ্রহ করে। কিংবা পুকুরের বাস্তুসংস্থান দেখবে। কিংবা চিন্তা করবে সূর্য থেকে আলো কীভাবে আসছে। কিংবা অণু-পরমাণুর ভেতরে ইলেকট্রন প্রোটন কীভাবে অবস্থান করে।’

প্রোগ্রামিং

প্রোগ্রামিং এর কোয়ান্টারা আজ তাদের স্কুলের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছে।

  • যাত্রা শুরুঃ

    আমরা পারি প্রোগ্রামিং ইভেন্টের কার্যক্রম শুরু হয় জুলাই, ২০২১ থেকে। আমরাপারি প্রোগ্রামিং ইভেন্ট। প্রথম সাত কোয়ান্টার একজন ইঞ্জিনিয়ার থংইয়া মুরুং আমরাপারি প্রোগ্রামিং এর দায়িত্ব নেন।

  • প্রোগ্রামিং সদস্য সংখ্যাঃ

    মোট সদস্য সংখ্যা ৩২ জন।

  • সাফল্যঃ

    আজ আমরাপারি প্রোগ্রামিং ইভেন্টের কোয়ান্টারা নিজেদের ওয়েব সাইট তৈরি করতে পারছে। এছাড়া তারা জাভা, সি, HTML, CSS, Bootstrap ও JavaScript মত প্রোগ্রামিং ভাষা শিখছে।

গনিত

শিহাব শুভ স্যার প্রথন আমরা পারি গণিত ইভেন্ট প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ৫ জন কোয়ান্টাকে নিয়ে শুরু হয় আমরা পারি গনিত ইভেন্ট।

  • যাত্রা শুরুঃ

    ২০২০ সালে মাত্র ৫ জন কোয়ান্টাকে নিয়ে শুরু হয় আমরা পারি গনিত ইভেন্ট।

  • গনিত সদস্য সংখ্যাঃ

    মোট সদস্য সংখ্যা ২২ জন।

  • সাফল্যঃ

    বাইরের দেশে যেতে না পারলেও আমরা পারি গণিত ইভেন্টের কোয়ান্টারা দেশের ভিতরেই অনেক সাফল্য অর্জন করছে।

রোবটিক্স

আমরা পারি রোবটিক্সের শিক্ষক হিসেবে দায়িত্ব নেন কোয়ান্টাম কসমো স্কুলেই কর্মরত শিক্ষক সুজন মন্ডল।

  • যাত্রা শুরুঃ

    ২০২১ সালে পরিক্ষার মাধ্যমে বাছাই করে নেয়া হয় কিছু আগ্রহী কোয়ান্টাদের।

  • রোবটিক্স সদস্য সংখ্যাঃ

    আমরা পারি রোবটিক্সের মোট সদস্য সংখ্যা ১৫ জন।

  • সাফল্যঃ

    তারা থানা, জেলা ও বিভাগীয় বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করছে। সামর্থ্য অনুসারে বিভিন্ন কিছু তৈরি করছে।

লাইফ সায়েন্স

লাইফ সায়েন্স এর দায়িত্ব নেন কাশুর পাশা স্যার। তিনি কোয়ান্টামমেরই একজন সক্রিয় সদস্য।

  • যাত্রা শুরুঃ

    জীব জগৎকে জানতে ২০২২ সালে আমরা পারি লাইফ সায়েন্স ইভেন্ট প্রতিষ্ঠা করা হয়।

  • লাইফ সায়েন্স সদস্য সংখ্যাঃ

    মোট সদস্য সংখ্যা ১৭ জন।

  • সাফল্যঃ

    লাইফ সায়েন্সের কোয়ান্টারা বিভিন্ন পাতা ও ফুল হারবেরিয়ামের মাধ্যমে গাছ চিহ্নত করতে পারছে।

একনজরে কসমো স্কুল বিজ্ঞান

একনজরে কসমো স্কুল বিজ্ঞান

যাত্রা শুরু :

২০২০ সালে শিহাব শুভ স্যারের উদ্যোগে শুরু হয় আমরাপারি বিজ্ঞান। তার অক্লান্ত প্রচেষ্টায় আমরাপারি বিজ্ঞানের বিস্তৃতি ঘটেছে।

বিজ্ঞান সদস্য সংখ্যা :

বড় বালক (৪৫)
ছোট বালক (২৩)
বালিকা (১৮)

প্রযুক্তি দক্ষ :

দক্ষ ও জ্ঞানী জনশক্তি হিসেবে কোয়ান্টাদের গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণ, বিজ্ঞান গবেষণা এবং বই পড়া কার্যক্রমের বিস্তৃত আয়োজন রয়েছে কোয়ান্টাম কসমো স্কুলে। প্রত্যন্ত জনপদের স্কুল হলেও এখানে আছে একাধিক কম্পিউটার ও সায়েন্স ল্যাব। 'আমরা পারি বিজ্ঞান/গনিত/প্রোগ্রামিং'-সহ 'লাইফ সায়েন্স'-এর নানা কার্যক্রমে যুক্ত হয়ে শিক্ষার্থীরা মেধাকে বিকশিত করার সুযোগ পাচ্ছে ।

গণিত অলিম্পিয়াডে অংশগ্রহন :

২০২০ সাল থেকে আমরা পারি গণিত ইভেন্টের কোয়ান্টারা গণিত অলিম্পিয়াডে অংশগ্রহন করে আসছে। ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ সালে তারা ন্যাশনাল পর্যন্ত যাওয়ার সুযোগ লাভ করেছে।

বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন :

লামা, বান্দারবান সহ বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা করে কোয়ান্টারা বিভিন্ন পুরষ্কার অর্জন করেছে।

ছবি

ছবি

আমরা পারি বিজ্ঞান কোয়ান্টাদের বিভিন্ন সময়ে তোলা কিছু ছবি।

আমরা পারি বিজ্ঞান

আমরা পারি বিজ্ঞান

আমরা পারি বিজ্ঞান

আমরা পারি বিজ্ঞান

আমরা পারি বিজ্ঞান

আমরা পারি বিজ্ঞান

আমরা পারি বিজ্ঞান

আমরা পারি বিজ্ঞান

আমরা পারি বিজ্ঞান

আমরা পারি বিজ্ঞান

যোগাযোগ করুন


ঠিকানা :

সরই , লামা বান্দারবান - 3274

ই-মেইল:

cosmoschool@quantummethod.org.bd

ফোন :

013-13-48-6530



Loading
Your message has been sent. Thank you!