ব্যান্ড সেল
জাতীয় শিশু-কিশোর সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮টায় তিনি অভিবাদন মঞ্চে আসার পর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর তিনি সালাম গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন।
২০১৭ সালে জাতীয় শিশু-কিশোর সমাবেশে কোয়ান্টাদের অনন্য সাজপোশাক, আত্মবিশ্বাসী দেহভঙ্গি এবং দৃষ্টিনন্দন পারফরম্যান্স নজর কাড়ে স্টেডিয়ামে উপস্থিত সবার। কোয়ান্টাম কসমো স্কুলের বাদক দলে অংশ নেয় ১৭৬ জন কোয়ান্টা। বাদক দলের নিপুণ পরিবেশনা মুগ্ধ করে মাননীয় প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবাইকে। এছারা কোয়ান্টাম কসমো স্কুলের বাদক দলের মত বাংলাদেশের আর একটিও নেই।
একনজরে কসমো স্কুল ব্যান্ড সেল
একনজরে কসমো স্কুল ব্যান্ড সেলযাত্রা শুরু :
২০১৫ সালে ২জন ব্যান্ড শিক্ষকে আনা হয় কোয়ান্টাদের ব্যান্ড শেখানোর জন্য। প্রথমে বাঁশি গুলোর মধ্যে বিউগল ও পাইপ বাঁশি ছিল এবং দ্রাম ছিল ছোট খাটো একটা টিম।
ব্যান্ড সেল সদস্য সংখ্যা :
বড় বালক (৫৪)
ছোট বালক (নেই)
বালিকা (নেই)
জাতীয় শিশু-কিশোর সমাবেশ :
২৬ মার্চ, ২০১৭ রবিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা প্রশাসন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমরাপারি ব্যান্ড সেল :
কোয়ান্টামে আসা যে কোন বিশেষ অতিথিকে মুগ্ধ করতে সব সময় আমরা পারি ব্যান্ডের পারফরম্যান্স দেখানো হয়। তাদের পারদর্শিতায় অতিথিরা মুগ্ধ হয়।
২০১৭ সাল থেকে জাতীয় শিশু-কিশোর সমাবেশে :
২০১৭ সাল থেকে কোয়ান্টাম বাদক দল অংশগ্রহণ করে আসছে। কোয়ান্টাদের অনন্য সাজপোশাক, আত্মবিশ্বাসী দেহভঙ্গি এবং দৃষ্টিনন্দন পারফরম্যান্স নজর কাড়ে স্টেডিয়ামে উপস্থিত সবার। কোয়ান্টাম কসমো স্কুলের বাদক দলে অংশ নেয় ১৭৬ জন কোয়ান্টা। বাদক দলের নিপুণ পরিবেশনা মুগ্ধ করে মাননীয় প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবাইকে। ১৬৮ জন কোয়ান্টাকে নিয়ে গঠিত কোয়ান্টাম কসমো স্কুল ব্যান্ডদল পরিবেশিত দেশাত্মবোধক সংগীতগুলোহলো : ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা; সূর্যোদয়ে তুমি/ সূর্যাস্তেও তুমি; পূর্ব দিগন্তে সূর্য উঠেছে; মা গো ভাবনা কেন/আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে; গ্রামছাড়া ওই রাঙামাটির পথ; চল চল চল!/ ঊর্ধ্ব গগনে বাজে মাদল; আমরা করব জয়; শোন একটি মুজিবরের থেকে/ লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি/ আকাশে বাতাসে ওঠে রণি এবংজয় বাংলা বাংলার জয়।