অলিম্পিকে সোনা আমরা জিতবই

আমি পারি আমি করবো, আমার জীবন আমিই গড়ব।

প্রথমবার এসেই চ্যাম্পিয়ন প্রিমিয়ার হ্যান্ডবল লীগে।

খেলোয়াড় অনেক, কিন্তু মাঠ ছোট। এই ছিল আগের বাস্তবতা। চিন্তা করা হলো আউটডোর গেমগুলোর মধ্যে কোনটা একটু কম জায়গা হলেও ভালোভাবে খেলা যায়। এভাবেই কসমো স্কুলে শুরু হলো হ্যান্ডবল।

মোট খেলোয়াড় ১২ জন। কিন্তু মাঠে খেলে সাত জন। ২৫ মিনিট খেলার পরে ১০ মিনিট বিরতি। এরপরে আবার ২৫ মিনিট খেলা। সব মিলে একঘন্টার ম্যাচ। এ খেলার একটি মজার দিক হলো প্রতি মুহূর্তে থাকে উত্তেজনা। আর খেলা বুঝতে কোনো অসুবিধে হয় না। কারণ খেলাটা অনেকটা ফুটবল খেলার মতোই। পার্থক্য শুধু বলটা থাকে হাতে হাতে। পায়ে লাগলেই রেফারির বাঁশি।

যে-সব দেশে এ খেলার প্রচলন রয়েছে, তাদের মধ্যে পোল্যান্ড সাইপ্রাস রোমানিয়া রাশিয়া ইউক্রেন মলদোভা বেলারুশ গ্রিস যুক্তরাজ্য তুরস্ক জর্জিয়া আর্মেনিয়া ও আজারবাইজান উল্লেখযোগ্য।

বাংলাদেশে হ্যান্ডবল খেলা প্রবর্তন হয় ১৯৮২ সালে। জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড (বর্তমান জাতীয় ক্রীড়া পরিষদ) এর তৎকালীন সহ-সভাপতি এবং বর্তমানে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি লে. কর্নেল (অব.) এম এ হামিদ ছিলেন এ খেলার উদ্যোক্তা।

একনজরে কসমো স্কুল হ্যান্ডবল

একনজরে কসমো স্কুল হ্যান্ডবল

যাত্রা শুরু :

২০১০ সালের জানুয়ারি মাসে হ্যান্ডবল ফেডারেশন থেকে একজন প্রশিক্ষক আসেন কোয়ান্টাম কসমো স্কুলে। তখন থেকেই যাত্রা শুরু করে কসমো স্কুলের হ্যান্ডবল টিম।

হ্যান্ডবল সদস্য সংখ্যা :

বড় বালক (৪৮)
ছোট বালক (৪১)
বালিকা (৩৬)

অনূর্ধ্ব ২১ দলে অন্তর্ভুক্তি :

২০১২ সালে জাতীয় অনূর্ধ্ব ২১ হ্যান্ডবল দলের বাছাই ক্যাম্পে কোয়ান্টাম কসমো স্কুল থেকে ৩ জন নির্বাচিত হয়।

প্রথম বিভাগে উন্নীত :

২০১২ সালে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত দ্বিতীয় বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশ নিয়ে ১২টি দলের মধ্যে চতুর্থ হয় কোয়ান্টাম এবং পরের বছর থেকে অর্জন করে প্রথম বিভাগে খেলার যোগ্যতা।

জেলাভিত্তিক প্রতিযোগিতায় সপ্তম :

২০১৪ সালে অনুষ্ঠিত হয় জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা। এতে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার হয়ে অংশ নেয় কসমো স্কুলের ১৬হ্যান্ডবল খেলোয়াড়। ৪৫টি জেলার মধ্যে সপ্তম হয় রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা।

প্রিমিয়ার ডিভিশন লীগে উন্নীত :

২০১৪ সালে 'মার্সেল এলইডি টেলিভিশন প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে' অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ২০১৫ থেকে প্রিমিয়ার ডিভিশন লীগে খেলার যোগ্যতা অর্জন করে কসমো স্কুল।

জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে পঞ্চম :

২০১৫ সালে ২৬ তম জাতীয় পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বান্দরবান জেলা দলের পক্ষে অংশগ্রহণ করে কোয়ান্টাম কসমো স্কুল ৫ম স্থান অর্জন করে।

জাতীয় দলে অন্তর্ভুক্তি :

২০১৬ সালের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিতব্য এসএ গেমস উপলক্ষে হ্যান্ডবলের বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্তির জন্যে যে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়, তাতে স্থান পায় কোয়ান্টাম কসমো স্কুলের তিন কোয়ান্টা।

জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে চতুর্থ :

২০১৬ সালে ২৭ তম জাতীয় পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে যশোর জেলা ক্রীড়া সংস্থার পক্ষে অংশগ্রহণ করে কোয়ান্টাম কসমো স্কুল চতুর্থ স্থান অর্জন করে।

আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য :

২০১৬ সালের (৯-১৩) অক্টোবর আইএইচএফ ট্রফির সাউথ সেন্ট্রাল জোনের প্রতিযোগিতায় রানার আপ হয় বাংলাদেশ। কোয়ান্টাম কসমো স্কুলের দুই কোয়ান্টা ছিল এ দলে। প্রতিযোগিতার পর মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক খেলোয়াড়কে এক লক্ষ টাকা করে উপহার দেন।

প্রিমিয়ার লীগে প্রথমবার এসেই চ্যাম্পিয়ন :

২০১৮ তে প্রথমবারের মতো প্রিমিয়ার লীগ খেলার সুযোগ পায় কোয়ান্টারা। কোয়ান্টাম ফাউন্ডেশন নামে গঠিত এই টিমের খেলোয়াড়রা সবাই নবম থেকে একাদশ শ্রেণির ছাত্র ছিল। তাদেরকেই খেলতে হয় বয়স বড় অভিজ্ঞ, পেশাজীবী, এমনকি বিদেশি খেলোয়াড়সমেত সব দলের সাথে। আর তা করেই চ্যাম্পিয়ন হয় ওরা!

স্কুল হ্যান্ডবলের ইতিহাসে প্রথমবারের মতো হ্যাট্রিক চ্যাম্পিয়ন :

২০১৮-র জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়ার হ্যান্ডবলে পর পর তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় কোয়ান্টাম কসমো স্কুল। কোনো স্কুলের এটাই প্রথম অর্জন।

প্রথমবারের মতো বালিকা হ্যান্ডবলে আঞ্চলিক চ্যাম্পিয়ন :

কোয়ান্টাম কসমো স্কুলের বালিকা হ্যান্ডবল টিম গঠিত হয় ২০১৬ সালে শিশুসদনের ২৩ জন বালিকা কোয়ান্টাকে নিয়ে। চলতে থাকে তাদের নিয়মিত অনুশীলন। ২০১৮ সালে তারা প্রথম অবতীর্ণ হয় প্রথম কোনো জাতীয় প্রতিযোগিতায়। ৪৭ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা, জেলা ও অঞ্চল পর্যায়ের প্রতিটি খেলায় বিপুল ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে তারা জাতীয় পর্যায়ে উন্নীত হয়। ‘বকুল অঞ্চল’ চ্যাম্পিয়ন হিসেবে তারা মুখোমুখি হয় বাকি তিনটি অঞ্চল-চ্যাম্পিয়নের (গোলাপ, চাঁপা ও পদ্ম)। কিন্তু বয়সে বড় (কোনো কোনো ক্ষেত্রে পেশাজীবী খেলোয়াড়সমৃদ্ধ) এসব দলের বিরুদ্ধে খেলতে গিয়ে বেশ প্রতিদ্বন্দ্বিতার মুখে তারা পড়ে এবং চতুর্থ হয়।

ছবি

ছবি

আমরা পারি হ্যান্ড বল কোয়ান্টাদের বিভিন্ন সময়ে তোলা কিছু ছবি।

হান্ড বল

হান্ড বল

হান্ড বল

হান্ড বল

হান্ড বল

হান্ড বল

হান্ড বল

যোগাযোগ করুন


ঠিকানা :

সরই , লামা বান্দারবান - 3274

ই-মেইল:

cosmoschool@quantummethod.org.bd

ফোন :

013-13-48-6530



Loading
Your message has been sent. Thank you!